সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুরের ৩৪ জন হিজড়াদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(৮ জুলাই২১)ইং সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি হিজড়াদের কে ১৫ কেজি চাল, ২ কেজি আম ও ১ টি করে মস্ক বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।
এসময় মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, করোনা মহামারীতে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে এ ত্রাণ সহয়তা অব্যহত থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।