মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনা শনাক্তের হার প্রায় ৩৭.৫%। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৪ হাজার ৪২২ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৫২জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১১১ জন।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায় ৯ জুলাই শুক্রবার বন্ধের দিন থাকায় করোনায় সেম্পল দিতে আসা রোগীর সংখ্যা কম থাকায় শনাক্তের হার কম। তবে করোনা রোগী শনাক্তের হার কমে যাওয়ার কোন সম্ভাবনা এই মহূর্তে নেই।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলায় ১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ জন ও রাণীশংকৈল উপজেলায় ১ জন।
আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৩৪ জন, রাণীশংকৈলে ১ জন, ও হরিপুরে ১ জন।