সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
হাফিজুর রহমান.ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি::
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মাজেদুল ইসলাম নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঐ চিকিৎসকের স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার(৯ জুলাই২১)ইং বিকেল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা চিকিৎসা কর্মকর্তা(এমসিইচ) হিসেবে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আর এমও)শফিকুল ইসলাম সজিব জানান, করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি চিকিৎসক মাজেদ আলী এবং তার স্ত্রী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ভর্তিও শুরুতে তাদের শরীরের অক্সিজেনের পরিমান কমছিলো। তাই তারা দু’জনেই অক্সিজেন সাপোর্ট নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। পরে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মাজেদ আলীর মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন আবুল ফজল মো: শাহাবুদ্দিন খান বলেন, তার স্ত্রী এবং মেয়েও করোনায় আক্রান্ত। এদিকে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত শুক্রবার পর্যন্ত জেলায় মোট ১৫০ জনের করোনায় মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১ জনের মৃত্যু হলো। একই সাথে নতুন করে ৭১৭ টি নমুনা পরীক্ষা করে ২৯০ জনের শরীওে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৪৪ ভাগ।এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯হাজার ৮৬৫ জন।
অপরদিকে, এ মাসের এই ৯ দিনে জেলায় করোনায় ২,১৬১ জন আক্রান্ত আর মৃত্যু হয়েছে ৩৭ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।