
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে চোরকে আটক করতে গিয়ে রুজিনা বেগম নামে এক গৃহবধু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। থানায় মামলা
দায়ের।
মামলা সুত্রে জানা গেছে,গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের মৃত্যু ইসমাইল হোসেনের পুত্র মোঃ ফারুকুল ইসলাম তুলসীঘাট বাজারের একজন চায়ের দোকানদার। গত ১১/০৭/২০২১ইং প্রতিদিনের ন্যায় তিনি তুলসীঘাট তার চায়ের দোকান করছিলেন। এ সুযোগে একই এলাকার মোঃ রেজাউল করিমের পুত্র বিখ্যাত চোর মোঃসাব্বির মিয়া চুরি করতে ফারুকের বাড়ীতে ঢুকে তোষকের নিচ থেকে ২০ হাজার টাকা চুরি করে অন্যন্য জিনিস পত্র খোঁজার এক পর্যায়ে গৃহবধু রুজিনা বেগম তাকে দেখতে পান। এ সময় চোর সাব্বির পালানোর চেষ্টা করলে গৃহবধু রুজিনা তার শার্টের কলার ধরে আটক করেন এবং ডাক চিৎকার শুরু করেন। অবস্থার বেগতিক দেখে চোর সাব্বির পার্শ্বে থাকা কাঠের বাটাম দিয়ে উপর্যুপরি আঘাত করে পরনের কাপড়-চোপর ছিড়ে নিজেকে শেষ রক্ষা করেন। পালানোর সময় সাব্বিরের এলোপাথাড়ি মারপিট ও ভাঙচুরের ফলে প্রায় ৩-৪ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধু রুজিনা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত রুজিনা বেগমের স্বামী ফারুকুল ইসলাম বাদী হয়ে চোর সাব্বিরকে আসামী করে গত ১২/০৭/২১ইং গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।