সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধা র‍্যাব ১৩ ক্যাম্প এর বিশেষ অভিযানে মায়ের হত্যাকারী মাদকাসক্ত পুত্র শাওন গ্রেফতার 

গাইবান্ধা র‍্যাব ১৩ ক্যাম্প এর বিশেষ অভিযানে মায়ের হত্যাকারী মাদকাসক্ত পুত্র শাওন গ্রেফতার 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
 ১৩ জুলাই রাতে র‍্যাব ১৩ সিপিসি ৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে মা হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী সাজ্জাদুল হক ওরফে শাওন মিয়া (২৯)কে গাইবান্ধা সদরের থানসিংহপুর বোয়ালী গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে।
সাজ্জাদুলের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুস ছাদেক গতকাল (১৩/০৭/২১) সাজ্জাদুরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি ৩০২ ধারায়  হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১।
র‍্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায় যে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত এবং পূর্বে বহুবার মাদকের টাকার জন্য মারপিট করেছে। গত ১২/০৭/২১ তারিখ সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুর ভাবে নাকে মুখে আঘাত করে এবং অনবরত বুকে লাখি মেরে মারাত্বক জখম করে। ঐ অবস্থায় খাদিজাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD