বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শাহিন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৭ টন শুটকি মাছ আটক বেনাপোলে আল-আমীন ডায়াগনস্টিক ক্লিনিকের শুভ উদ্বোধন  বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বাণিজ্যে! বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা বেনাপোল কাস্টমস এনজিও বাবুলের নামে দুদকের চিঠি বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল হত্যার বিচারের দাবিতে মিছিল পূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক  কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা 

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত মোট মৃত্যু ৭০

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত মোট মৃত্যু ৭০

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে গত ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও জেলায় এখন পর্যন্ত কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই ২০২১ বুধবার সকালে জেলা সিভিলে সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। সিভিলে সার্জন অফিস সূত্রে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৯ টি নমুনা পরীক্ষায় ২২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৭০ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১১৫ টি নমুনা পরীক্ষায় ২০ জন অর্থাৎ মোট ৩১৪ টি নমুনা পরীক্ষায়  মোট ৫৪ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে (জামালপুর সদর- ২৪ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ২ জন, সরিষাবাড়ী- ৭ জন, দেওয়ানগঞ্জ- ৭ জন ও বকশীগঞ্জ- ৬ জন) ।
জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৬১৪ জন।
এছাড়াও সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- নান্দিনা ৫ জন, নয়াপাড়া, সদর ৪ জন, আমলাপাড়া, কাছারীপাড়া, সর্দারপাড়া, চন্দ্রা ২ জন, ব্যাংক কলোনী, বনপাড়া, লক্ষীরচর, ফুলবাড়িয়া, মৃর্ধাপাড়া,  স্টেশনপাড়া, হরিপুর, পলাশতলা ও নারিকেলী।
মেলান্দহ- মেলান্দহ ৩ জন।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ, জোড়খালী, মোসলেমাবাদ, তারতাপাড়া ও জুনাইল।
ইসলামপুর- কিংজাল্লাহ (মৃত ব্যক্তির নমুনা) ও পোড়ারচর।
সরিষাবাড়ী- আরামনগর ২ জন, শিমলাপল্লী ৩ জন, রুদ্রবয়ড়া ও চর আদ্রা।
দেওয়ানগঞ্জ- চেংটিমারী, চিকাজানী, কাজলাপাড়া, কৈবধ্যপাড়া ও দেওয়ানগঞ্জ ৩ জন।
বকশীগঞ্জ- দরিপাড়া ২ জন, চন্দ্রপাড়া, উজান ভাটিপাড়া ও সূর্যনগর ২ জন।
সর্বশেষ সুস্থ ৪৫ জন (জামালপুর সদর- ৩৬ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ২ জন ও বকশীগঞ্জ- ৫ জন)।
জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ২৮৪৪ জন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD