বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শাহিন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৭ টন শুটকি মাছ আটক বেনাপোলে আল-আমীন ডায়াগনস্টিক ক্লিনিকের শুভ উদ্বোধন  বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বাণিজ্যে! বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা বেনাপোল কাস্টমস এনজিও বাবুলের নামে দুদকের চিঠি বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল হত্যার বিচারের দাবিতে মিছিল পূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক  কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা 

ঠাকুরগাঁওয়ে সরকাররি খাদ্য গুদামের ৬৬৪ বস্তা চাল কালোবাজারে, প্রশাসন নিরব

ঠাকুরগাঁওয়ে সরকাররি খাদ্য গুদামের ৬৬৪ বস্তা চাল কালোবাজারে, প্রশাসন নিরব

 

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ জেলার সদর উপজেলার রুহিয়া থানায় ৬’শ ৬৪ বস্তা সরকারি খাদ্য গুদামের চাল খোলাবাজারে বিক্রীর অভিযোগ উঠলেও প্রশাসন নিরব। ঠাকুরগাঁও খাদ্য বিভাগ বলছে এই চাল আমাদের নয়, পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা যায় আমরা এ ধরনের খবর পাওয়ার পর সেখানে গিয়েছিলাম। সেই চালের বস্তাগুলো যাচাইবাছাই করে দেখা যায় চাল গুলো রুহিয়া থানার তন্ময় ট্রেডার্স এর স্বত্তাধিকারী ল²ী চন্দ্র পঞ্চগড় থেকে নিয়ে এসেছেন।

অপরদিকে পঞ্চগড় জেলার খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার বলেন বিষয়টি আমার জানা নেই। পরে তিনি অসুস্থতার কথা বলে আরেক জনকে ফোনটি দেন। তিনি ফোন ধরে বলেন এই তথ্য কোথায় পেলেন ? আপনার বাসা কোথায় ? এটি আমাদের বিষয় নয়। ঠাকুরগাঁওয়ের বিষয়। সে ক্ষেত্রে ঠাকুরগাঁও খাদ্য বিভাগ বিষয়টি দেখবেন।

একটি সূত্র জানায় বিষয়টি নিয়ে গত ১৩ জুলাই দফায় দফায় দেন দরবার চলে এবং ঘটনাটি ধামাচাপা দিতে জোর তদবির চালানো হয়।

তন্ময় ট্রেডার্স এর স্বত্তাধিকারী ল²ী চন্দ্রের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD