সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হরিপুর আশ্রয়ন প্রকল্পে পানি নিষ্কাশনের লক্ষ্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলামের পক্ষ থেকে ১ লাখ টাকার বিশেষ বরাদ্দ এবং করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র, কর্মহীন, শ্রমজীবী নি¤œ আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী চাল, ডাল, লবনসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিকালে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সব বিশেষ বরাদ্দ ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম, উপজেলা ভাইস্ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সূজন, হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এসএম আলমগীর, জেলা পরিষদের সম্মানিত সদস্য জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, হরিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ তৃণমূল নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সূজন বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি অন্তকন্দল ভ‚লে গিয়ে নিজ নিজ জায়গা থেকে দূর্যোগ মহামারি এই করোনা ভাইরাসের সময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।