
ইকবাল হোসেনঃগাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়। শনিবার (১৭ জুলাই) সকালে শ্রীপুরের এমসি বাজার এলাকার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে চারটি দোকানের উপর উঠে যায়। এসময় যাত্রী নেওয়ার জন্য পাশে দাঁড়িয়ে থাকা (থ্রী হুইলার) অটোরিকশার উপর ট্রাকটি উঠে গেলে চালক ও মালেকা আক্তার (৫০) নামে অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ময়মনসিংহগামী একটি কেমিক্যাল বহনকারী ড্রামট্রাক উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটো চালকের পরিচয় পাওয়া যায়নি। পরে লাশ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।