বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
করোনা বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত ১৪দিনের লকডাউনের নবমতম দিন চলছে।
গত কাল পর্যন্ত প্রশাসনের করা নজর জারিতে ছিল লকডাউন কার্যক্রম। কিন্তু আগামী ১ আগষ্ট সকল গারর্মেন্স শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দানের ঘোষণা দেন গার্মেন্স কর্তৃপক্ষ।
এ সংবাদ ছড়িয়ে পরে সারা বাংলাদেশসহ দক্ষিন অঞ্চলে।আজ শনিবার ভোর থেকে দক্ষিন অঞ্চলের সকল চাকুরী বিজিরা যাত্রা শুরু করেন ঢাকা অভিমুখে।
জনশ্রতে রুপ নিয়েছে ঢাকা-বরিশাল মহাসড়ক।
যে যার-তারমত করেই ছুটছেন লাখ লাখ মানুষ।এসময় ভ্যান,অটোরিকশা,ইজিবাইক,নসিমন-করিমন,বাধ যায়নি ভটভটি আর মাহিন্দ্রর, কোন ভাবে উটতে পারলেই হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের নিরবে দাড়িয়ে থাকতে দেখা গেছে।
পটুয়াখালী,পিরোজপুর,জালকাঠির একাধিক চাকুরিজীবীর সাথে কথা হলে,তারা সংবাদ প্রতিবেদককে বলেন, ভাই কিছুই করার নেই।
লকডাউন মানলে, নিজের চাকুরিই ডাউন হবে। তাই চাকুরি যদি বাঁচে,তাহলের পরিবারের সদস্যরা বাঁচবে।
পরিবারের সদস্যদের বাঁচাইতে এই যাত্রা,প্রয়োজনে পাঁয়ে হেঁটে যেতে হবে ঢাকা।