ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
জেলা পুলিশের ব্যক্তিক্রমী মানবিক চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষে জেলা পুলিশের আয়োজনে করোনা কালিন সময়ে গাইবান্ধা জেলার সাত উপজেলায় করোনা রোগীদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা সার্ভিস শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
আজ ৩১ জুলাই শনিবার পুলিশ সুপার কার্যালয় চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তাগণ, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,অন্যান্য থানা অফিসারগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম পুলিশ সুপার বলেন- আমরা দুটি এ্যাম্বুলেন্স ও ১২ টি অক্সিজেনসহ সিলিন্ডার দিয়ে সেবা উদ্বোধন করলাম। পর্যাক্রমে সেবার মান বাড়ানো হবে। ০১৩২০১৩৩২৯৯ এই হটলাইন নম্বরে কল করে যেকোন করোনা রোগী সেবা গ্রহণ করতে পারবেন। এটি চব্বিশ ঘণ্টা খোলা থাকবে বলে জানান তিনি। তিনি আরও বলেন
করোনা কালিন স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে জেলা পুলিশের পক্ষ হতে মানবিক সহায়তা কার্যক্রম জোড়ালো ভাবে পরিচালনায় করা হবে বলে জানান। তিনি আরো বলেন,এ সংকটময় মূহুর্তে জেলার প্রতিটি মানুষের পাশে এ মানবিক সহায়তা চালিয়ে যাবে জেলা পুলিশ।