ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে, তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
হাসপাতাল সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫%। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৬ হাজার ১৩৯ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৭৬ জন।