ঠাকুরগাঁও প্রতিনিধি: বেশি দামে সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, সার রাখার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (০১ আগস্ট) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারে অভিযান চালিয়ে তিনি এই জরিমানা করেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারে অভিযান চালানো হয়। এ সময়
সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রি ও নিবন্ধন না থাকার অভিযোগে সার ডিলার মেসার্স কৃষি সেবা ট্রেডার্সের মালিক রুহুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা, বেশি দামে সার বিক্রি করার অভিযোগে মেসার্স লিসন এন্ড লিসন ট্রেডার্সের মালিক লিসন কে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার রাখার দায়ে মেসার্স আইয়ুব ট্রেডার্সের মালিক আবু হাসনাতকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা ও নিবন্ধন না থাকার অভিযোগে তাদের জরিমানা করা হয়। তিনি আরো বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।