গাইবান্ধা প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতায় ও ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে ৩০ আগষ্ট সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন।
গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাদেকুর রহমান এর সভাপতিত্বে ও দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধার উপদেষ্টা গোবিন্দ লাল দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকসী সূর্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার।
স্বাগত বক্তব্য রাখেন – হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট গাইবান্ধার সহকারী প্রকল্প পরিচালক মো: হামিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুজন প্রসাদ।
আলোচনা সভা শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয়। মন্ত্র পাঠ করে প্রার্থনা পরিচালনা করেন গাইবান্ধা পুরোহিত কল্যান সমিতির উপদেষ্টা পন্ডিত কালিপদ মুখার্জি।
এসময় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট গাইবান্ধার শিক্ষক সহ পুরোহিত ও সনাতন ধর্মাবলির লোকজন উপস্থিত ছিলেন।