শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

গোবিন্দগঞ্জে নাকাইহাট হতে নলেয়ার ব্রীজ পর্যন্ত রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে নাকাইহাট হতে নলেয়ার ব্রীজ পর্যন্ত রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট হতে নলেয়ার ব্রীজ পর্যন্ত রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় গোবিন্দগঞ্জ-নাকাই রাস্তায় নাকই-হরিরামপুর নাগরিক কমিটির উদ্যোগে এ মানববন্ধনে এলাকার শত-শত নারী পুরুষ এবং শিশু কিশোররা শতঃস্ফূত অংশ গ্রহন করে অতি সত্তর রাস্তাটি পাকা করনের দাবী জানিয়ে শ্লোগান দিতে থাকে। এলাকাবাসী জানায়, রাস্তাটির বেহাল দশার কারনে তাদের জীবন এখন দূর্বিসহ হয়ে উঠেছে। বক্তরা বলেন বহুবার আমরা এ রাস্তার জন্য বিভিন্ন মহলে আবেদন করেছি কিন্তু আমাদের এ রাস্তা পাকা করনের দাবি কেউই আমলে নেইনি। তাই দ্রুত রাস্তাটি পাকা করনের দাবি জানাই এবং দ্রুত রাস্তাটি পাকা করন না হলে কঠোর কর্মসুচির হুসিয়ারী দেন।

এই রাস্তা দিয়ে দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ এবং একটি মাদ্রাসা ছাত্র ছাত্রী আসা যাওয়া করে ও দুইটি কমিউনিটি ক্লিনিকে এলাকার অসুস্থ্য মানুষের চলাচলের এক মাত্র রাস্তা এটি এবং এই রাস্তায় শিমুলতলী নামক একটি বাজার আছে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আমাদের কৃষি পণ্য পরিবহন কষ্ঠ সাদ্ধ হয়ে পরেছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম পোগইল গ্রামের কৃতি সন্তান,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম। তিনি রাস্তার ইতিহাস টেনে বলেন যে,নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির দুর-অবস্থা অত্র এলাকার প্রায় বিশ হাজার মানুষের জীবন যেন চরম দুঃখে পরিনত হয়েছে। রাস্তাটি দু’পাশ যেমন ভেঙে পড়েছে তেমনি একটু বৃষ্টি বাদল হলেই খাল খন্দে পরিনত হয়ে যানবাহন তো দূরের কথা হেটে চলাচল করার অন উপযোগী হয়ে পরে। তাই এলাকাবাসীর প্রানের দাবীটি পুরনে প্রসাশনসহ,জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেন। মাহমুদ ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী খন্দকার মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আব্দুর নূর, নাকাই হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহেদুন্নবী সরকার, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালেেয়র প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন, পোগইল দাখিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান সরকার, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রধান, নাকাইহাট হরিরামপুর নাগরিক কমিটির আহবায়ক এসএম সোহেল, আব্দুল লতিফ প্রমূখ।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD