শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

১১-২০ গ্রেডের সরকা‌রি চাকু‌রিজীবীদের স‌ম্মি‌লিত অ‌ধিকার আদায়ের লক্ষ্যে পিরোজপুরে পৌর ক‌মি‌টি গঠন।

১১-২০ গ্রেডের সরকা‌রি চাকু‌রিজীবীদের স‌ম্মি‌লিত অ‌ধিকার আদায়ের লক্ষ্যে পিরোজপুরে পৌর ক‌মি‌টি গঠন।

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

১১-২০ গ্রেডের সরকা‌রি চাকু‌রিজীবীদের স‌ম্মি‌লিত অ‌ধিকার আদায় ফোরাম এর জেলা নির্বাহী প‌রিষদ, পি‌রোজপুর কর্তৃক আ‌য়ো‌জিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও পৌর ক‌মি‌টি গঠণ উপলক্ষে এক সভা অনু‌ষ্ঠিত হয়। জেলা নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ শামসুদ্দোহা এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মামুন শিকদার, বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পিরোজপুর জেলা নির্বাহী পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি জনাব মো: আসিফ আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক জনাব মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা আহবায়ক কমিটির সভাপতি জনাব নাজমুল হুদা মিথুন, দপ্তর সম্পাদক এস এম আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহসিন ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মানিক লাল শীলসহ প্রমুখ।
এ প্রসঙ্গে প্রধান অ‌তি‌থিসহ অপরাপর বক্তাগণ ব‌লেন, বঙ্গবন্ধু হ‌লেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা একটা মানচিত্র পেয়ে‌ছি, স্বাধীন বাংলার বুকে আজ আমরা স্বাধীন ভা‌বে চল‌ছি। বঙ্গবন্ধু আ‌মাদের অ‌ধিকার নি‌শ্চিত ক‌রে‌ছেন, কিন্তু আজ আমরা বৈষ‌ম্যের চরম শিখ‌রে পৌ‌ছে গে‌ছি। ২০১৫ সা‌লে এক‌টি পে-স্কেল আমরা পে‌লেও তা ১১-২০ গ্রেডভুক্ত সরকা‌রি চাকু‌রিজীবী‌দের জন্য ছি‌লো এক‌টি সুভংক‌রের ফা‌কি। ফ‌লে তারা আজ দি‌শেহারা। বাজা‌রের সা‌থে তা‌দের বেত‌নের নেই কো‌নো সংগ‌তি।
জাতির পিতা বৈষম্য নিরশ‌নের ল‌ক্ষে তার বু‌কের রক্ত দি‌য়ে এ দেশ প্র‌তিষ্ঠা ক‌রে‌ছেন। কিন্তু তার প‌রেও এ বৈষ‌ম্যের গ‌ন্ডি কা‌টি‌য়ে তারা উঠ‌তে সক্ষম হই‌নি। তাই নতুন পে ক‌মিশনসহ ০৮ দফা দাবী তারা উপস্থাপন ক‌রেন এবং এক‌টি পৌর ক‌মি‌টি গঠন ক‌রেন। উন্মুক্ত ভাবে প্রস্তাব ও সমর্থন এর মধ্যমে উক্ত পৌর ক‌মি‌টির সভাপ‌তি হি‌সে‌বে জনাব মোঃ নজরুল ইসলাম(পৌরসভা), সি‌নিয়র সহ-সভাপ‌তি জনাব মোঃ শহীদুল ইসলাম(জেলা প্রশাসকের কার্যালয়), সহ সভাপ‌তি জনাব মোঃ মাইনুল ইসলাম (জজ কোর্ট), সাধারন সম্পাদক জনাব আখিরুজ্জামন রাজু (জেলা হাসপাতাল), সাংগঠ‌নিক জনাব মোঃ রিয়াজুল ইসলাম( জজ কোর্ট) প্রমুখ নির্বা‌চিত হন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD