ইকবাল হোসেন,ভারসাম্যহীন বাছেরুন নেছার বয়স সত্তরোর্ধ্ব। মানষিক সমস্যার কারণে বিয়ে হয়নি বাছেরুনের। বাবা-মায়ের মৃত্যুর পর একাকীত্বতা ও দারিদ্রতা জীবনের একমাত্র সঙ্গী। নেই মাথা গোঁজার ঠাই। এরই মধ্যে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বৃদ্ধ বয়সে খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবন পার করছেন।
এমন জীবন যাপনের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন- ফারহানা ও ফাহিম কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন অনন্ত। অসহায় ও গৃহহীন বাছেরুন নেছার জন্য একটি টিনশেড ঘর তৈরি করে মাথা গোঁজার ঠাই করে দেন অনন্ত।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বাছের আলীর কন্যা- বাছেরুন নেছা অন্যের বাড়িতে বসবাস করেন। বৃদ্ধ বয়সে দেখার মত কেউ পাশে নেই। শেষ বয়সে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য স্থানীয় জন প্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও জোটেনি সরকারি সহায়তা।
এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে সাদ্দাম হোসেন অনন্ত খোজঁ নিয়ে টিনসেট ঘর, পাকা মেঝে, ঘরের আসবাবপত্রসহ খাবারের জন্য নিত্য প্রয়োজনীয় চাল ডাল সহ এক মাসের খাবারের ব্যবস্থা করেন।
এ বিষয়ে সাদ্দাম হোসেন অনন্ত বলেন, তথ্য প্রকাশ হওয়ার পর নিজ সামর্থ অনুযায়ী বাছেরুন নেছার ঘরসহ সকল কিছু দায়িত্বও নিয়েছি। বৃদ্ধ বয়সের সময়টুকু যেন ভালো ভাবে কাটাতে পারে ভবিষ্যতেও খোঁজ নিবো।
অসহায় গৃহহীন বাছেরুন নেছার গোঁজার ঠাই হওয়ায় এলাকাবাসীসহ আশ-পাশের লোকজন সন্তুষ্ট প্রকাশ করে সাদ্দাম হোসেন অনন্তের জন্য দোয়া করেন।