মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
সারাদেশের ন্যায় টাঙ্গাইলে বিজয়া দশমীর দিনে শুক্রবার (১৫ অক্টোবর২১)ইং সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
ধনবাড়ী-মধুপুর দুই উপজেলার সব পূজামন্ডপে ছিলো বিষাধের সুর। কারণ বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা । পিছনে ফেলে গেলেন ভক্তদের ৫ দিনের আনন্দ উল্লাস আর বিজয়ার অশ্রæ।
উত্তর টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীর প্রতিটি মন্দিরে মন্ডপে মন্ডপে বেজে উঠেছিল ঢাক- ঢোল আরতি আর কাসর ধ্বনি। পূজা মন্ডপ ঘিরে শুরু হয়েছে উৎসব । পাল্লা দিয়ে চলছে পূজা অর্চণা। ৫ দিনের উৎসবের শুক্রবার ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সমাপ্তি ঘটেছে।