রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

গাজীপুরে পুলিশ স্ত্রীর মামলায় পুলিশ স্বামী কারাগারে 

গাজীপুরে পুলিশ স্ত্রীর মামলায় পুলিশ স্বামী কারাগারে 

ইকবাল হোসেনঃপুলিশ কনস্টেবল স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৩ অক্টোবর গাজীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে সিনিয়র বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মো.ইলিয়াস রহমান জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এবং মামলাটি বিচার  নিষ্পত্তির জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন।
পুলিশ কনস্টেবল আল আমিন শেরপুরের নকলার গজারিয়া পূর্ব গ্রামের মৃত আ.রহমানের সন্তান বর্তমানে ডিএমপিতে কর্মরত।
মামলা সূত্রে জানাযায়, ২০১৬ সালে পারিবারিক ভাবে বিয়ে হয় কনস্টেবল রোকসানা আক্তার ও আল আমিনের। বর্তমানে তাদের ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছেন। বিয়ের সময় বিভিন্ন আসবাবপত্র সহ সাড়ে ৪ লাখ টাকার জিনিসপত্র রোকসানার পরিবার থেকে দেয়া হয়  আল আমিনকে। পরবর্তী সময়ে তাদের দুজনের নামে গ্রামের বাড়িতে জমি ক্রয় করার কথা বলে রোকসানার কাছ থেকে প্রতারণা করে ১০ লাখ টাকা নেয় আল আমিন। এরপর আবারও যৌতুকের ৫ লাখ টাকা রোকসানার কাছে দাবি করেন আল আমিন। রোকসানা টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর করে শিশু সন্তান সহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে পুলিশ বিভাগের উর্দ্বতন কর্মকর্তাদের জানিয়ে কোন সমাধান না পেয়ে রোকসানা আদালতে মামলা দায়ের করেন। আল আমিন বর্তমানে গাজীপুর জেলা কারাগারে রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মো.নাসির উদ্দীন জানান, আদালত আসামির কাছে স্ত্রীকে নিয়ে সংসার করার কথা জানতে চাইলে আসামি সংসার করবেনা ও রোকসানাকে তালাক দিয়েছে এবং দ্বিতীয় বিয়ে করেছে বলে জানায়। আদালত রোকসানার কাছে সতিনের সাথে সংসার করার কথা জিজ্ঞেস করলে সে সংসার করবে বলে জানায়। পরে আবারও আসামির কাছে জানতে চাইলে সে সংসার করবেনা বলে জানায়। আসামি বর্তমানে গাজীপুর জেলা কারাগারে রয়েছেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD