সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার দুদিন পর ময়নাতদন্ত শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই অনাকাঙ্খিত ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভারি হয়ে হয়েছে পরিবেশ-গাছপালা-পশু-পাখি। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট শেষে প্রিজাইডিং অফিসার মৌখিকভাবে ফলাফল ঘোষণা করে ভোটকেন্দ্র ত্যাগ করার চেষ্টা করেন। এতে স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে ঘটনার পরে পরেই পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে আসেন। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতরা হলেন ঘিডোব গ্রামের অবিনাস চন্দ্রের ছেলে শিক্ষার্থী আদিত্য চন্দ্র (২০), শিবঘর গ্রামের সাহাবুল হোসেন (৩৫) ও হাবিবপুর গ্রামের মুজা উদ্দিন (৩৮)।
অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে স্থানীয়দের বিরুদ্ধে অজ্ঞাত নামা ৬/৭শ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এতে শোকসন্ত্রস্ত পরিবার গুলো আরো আতঙ্ক হয়ে পড়েছেন। নিহতের এক ভাই বলেন আমাদের কি অপরাধ ? আমাদের একটাই দাবী নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন অনাকাঙ্খিত ঘটনায় ৩ জন ব্যক্তি মারা যান। গুরুতর হয়েছেন অন্তত ৫ জন। এখানকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে থাকা এ মানুষগুলোর মনে সাহস যোগানোর জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের শান্তনা জানানো হচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন নিহতদের তিন জনের লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আক্রমন করলে বিজিবি জানমালের রক্ষাতে গুলি করে। এ ঘটনায় ৬/৭’ শ অজ্ঞাত নামা ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।