শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

রকিবুল হাসান সুমন কর্তৃক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন বানচালের অপচেষ্টায় গাইবান্ধায় সংবাদ সম্মেলন

রকিবুল হাসান সুমন কর্তৃক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন বানচালের অপচেষ্টায় গাইবান্ধায় সংবাদ সম্মেলন

 রহমান জনি গাইবান্ধা প্রতিনিধিঃ  চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন-২১ অন্যায়ভাবে  নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত গণতান্ত্রিক ব্যাবসায়ী ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করে গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মকছুদার রহমান শাহান বলেন- ২৫ ডিসেম্বর ২১ ইং তারিখে গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। উক্ত নির্বাচনে শাহান, নওশের,সবুর,মিলন পরিষদে প্যানেল গঠন করেছি। আমাদের প্রতিদ্বন্ধী চেম্বার অব কমার্স বর্তমান সভাপতি তার নের্তৃত্বে একটি প্যানেল গঠন করেছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী ৩রা নভেম্বর ২১ ইং তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। ৪ নভেম্বর ২১ ইং তারিখে ৯ নভেম্বর ২১ ইং তারিখ পর্যন্ত খসড়া ভোটার তালিকা সম্পর্কে নির্বাচনী আপিল বোর্ডে আপত্তি দাখিলের শেষ সময় ছিল। উপরোক্ত সময়ে চেম্বারের এ্যাসোসিয়েট সদস্য নূর এ হাবীব টিটন ও ইমরান কবির শামীম এ্যাসোসিয়েট ভোটার তালিকার উপর দুটি  আপত্তি দাখিল করেন যা ১৩ নভেম্বর ২১ ইং তারিখে উভয় পক্ষের শুনানির মাধ্যমে নিস্পত্তি অন্তে ১৬ নভেম্বর ২১ ইং তারিখ বৈথ মনোনীত প্রার্থী হিসেবে গণ্য হয়ে প্রতিক বরাদ্দ হলে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু হয়। কিন্তু গত ৫ ডিসেম্বর ২১ ইং তারিখ নির্বাচনী আপিল বোর্ড ও এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইব্যুনালকে পাশ কাটিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে চেম্বার পরিচালক রকিবুল হাসান সুমন গাইবান্ধা চেম্বারের সচিবসহ ১২ জনকে বিবাদী করে ভোটার তালিকায় ভূয়া ভোটার রয়েছে মর্মে রিট পিটিশন দাখিল করেন। ৪ নভেম্বর ২১ ইং তারিখ হতে ৯ নভেম্বর ২১ ইং তারিখ পর্যন্ত খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিলের সময় নির্ধারিত থাকলেও তিনি কোনো আপত্তি দাখিল করেনি। ১৬ নভেম্বর ২১ ইং তারিখ চুড়ান্ত বৈধ ভোটার তালিকা প্রকাশের পর ১৮ নভেম্বর ২১ ইং তারিখ তিনি ভোটার তালিকায় একটি আপত্তিপত্র গাইবান্ধা চেম্বারের সচিবের নিকট প্রদান করেন এবং ৯ নভেম্বর ২১ তারিখ আপত্তিপত্রটি গ্রহন হয়েছে মর্মে স্বাক্ষর করতে বললে সচিব তা করতে অস্বীকার জানালে তাকে ভয় ভীতি প্রদর্শন করেন ও বর্তমান সভাপতি ও প্রতিদ্বন্দি প্যানেলের প্রার্থী শহিদুল ইসলাম শান্ত কর্তৃক অন্যায়ভাবে বল প্রয়োগ করে সচিবকে ১৮ নভেম্বর ২১ তারিখে প্রদানকৃত আপত্তিপত্রে ৯ নভেম্বর ২১ তারিখ প্রাপ্ত হয়েছে উল্লেখ করে স্বাক্ষর করতে বাধ্য করে এবং স্বাক্ষরিত পত্র দ্বারা ৫ ডিসেম্বর ২১ তারিখ মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১১৬৯৬/২১ দাখিল করেন এবং এই মর্মে আদালত আগামী ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে গাইবান্ধা চেম্বারের নির্বাচন ও চেম্বারকে গতিশীল রাখার জন্য চেম্বার সচিব ১৩ ডিসেম্বর ২১ তারিখ মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগে স্থগিতাদেশ প্রত্যাহারের নিমিত্তে পিটিশন নম্বর: ৭৩১/২১ দাখিল করলে আদালত উভয় পক্ষের শুনানি অন্তে রকিবুল হাসান সুমনকে ৩০ দিনের মধ্যে এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইব্যুনালে উল্লেখিত বিষয়ে আবেদনের নির্দেশ প্রদান করেন এবং আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালকে তাহা নিস্পত্তি করার আদেশ প্রদান করেন। সে সাথে নিজেদের ক্ষমতা কুক্ষিগত ও নিজেদের প্যানেলকে নির্বাচনে অবৈধভাবে বিজয়ী করার উদ্দেশ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তি বিষয়ক সাব কমিটির আহবায়ক ও ও চেম্বারের সহ-সভাপতি কামাল হোসেন ও চেম্বার সভাপতি শহিদুল ইসলাম শান্ত মিলিতভাবে বৈধ কাগজপত্র বিহীন বেশ কিছু সংখ্যক সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন। এরপরেও সাধারণ ব্যাবসায়ীদের ভোট, আস্থা সমর্থন না পাবার আশায় পরাজয় জেনে রকিবুল হাসান সুমন ভোটার তালিকার উপর আপত্তি দাখিলের নির্ধারিত সময় পার হবার পর ক্ষমতার অপব্যবহার করে আদালতে মামলা দায়ের করে ভোটারবৃন্দের ভোটাধিকার হরন পূর্বক নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেন। ব্যাবসায়ীরা চেম্বার অব কমার্সকে দূর্নিতীবাজ ও ক্ষমতালোভী মুক্ত ব্যাবসায়ী বান্ধব চেম্বার গঠনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
চেম্বার অব কমার্স সহ সভাপতি মোস্তাক আহমেদ রঞ্জু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত গণতান্ত্রিক ব্যাবসায়ী ঐক্য পরিষদ অর্ডিনারী গ্রুপের শাহান, নওশের, সবুর মিলন পরিষদের সদস্য সরদার মো: শাহীদ হাসান লোটন, নওশের আলম, আলহাজ্ব জিয়াউল ইসলাম মিঠু, আলহাজ্ব আব্দুস সবুর সরকার, মশিউর রহমান উজ্জ্বল, মোস্তাক আহমেদ রঞ্জু, সাহিদাত দোহা চৌধুরী সুমন, আলহাজ্ব খান মো: সাইদ হোসেন জসিম, আলহাজ্ব সামিউল হুদা সুমেল, আব্দুর রউফ মিয়া, অনুপ সাহা প্রমুখ।
এ্যাসোসিয়েট গ্রুপের শাহান, মিলন পরিষদের সদস্য তৌহিদুর রহমান মিলন,দীপংকর সাহা বাপ্পা, হাসান মাহমুদ জনি, ইমরান কবির শামীম, শওকত মির্জা রোস্তম, আবু সাফি মো: তাইমুর রহমান রিমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD