ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় মোবাইল নম্বর পরিবর্তন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ আত্নসাতের ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শেষে সমাজসেবা, ইউপি সদস্য ও নগদের ভাতা বিতরণ কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই গাইবান্ধা।
গত বছরের ১৪ জুলাই মোবাইল নম্বর পরিবর্তন করে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের ভাতার অর্থ আত্মসাতের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি আদালতের দৃষ্টিগোচর হলে একই মাসের ১৮ জুলাই গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাসের আদালত এমন ঘটনা খুবই দুঃখজনক, অমানবিক, ঘৃণ্য অপরাধ ও সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠন বিরোধী কাজ উল্লেখ করে কেন, কারা, কিভাবে এ অপরাধ সংঘটন করেছে তা খতিয়ে দেখে ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে পিবিআই এর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করে।
১১৬ জন সুবিধাভোগীর পাঁচ লক্ষ সাত হাজার সাতশ পঞ্চাশ টাকা আত্মসাতের অভিযোগে নানা জটিলতা কাটিয়ে চলতি বছরের ২৪ শে জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় গাইবান্ধা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ২৩ জনের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ বলেন,অর্থ আত্নসাতের ঘটনায় আমি পুরোপুরি নির্দোষ। অর্থ প্রেরণের এই সিস্টেমটি একেবারেই নতুন। তাছাড়া মোবাইলে টাকা প্রেরণের বিষয়টি পুরো দেখভাল করেছে নগদ কতৃপক্ষ। খুব অল্প সময়ে বিপুল সংখ্যক মোবাইলে টাকা প্রেরণের ক্ষেত্রে অল্পকিছু ভুল হয়েছে। পরে সমাজ সেবা অধিদপ্তর থেকে তা সংশোধনের চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য মোবাইল নম্বর পরিবর্তন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ আত্নসাতের ঘটনায় গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কমর্কতা মো. নাসির উদ্দিন শাহ, পলাশবাড়ি উপজেলার সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী মো. ফরাদ আলম, গাইবান্ধা নগদের কর্মকতা মো. আসিফ রেজওয়ার অয়ন, নগদের হেড অফ গর্ভামেন্ট সেলসের এবিএম মান্নাফ পরাগ ও একজন সাধারণ ইউপি সদস্যসহ ২৩ জনের নাম উল্লেখ করে পিবিআই এর অভিযোগ দাখিল করার বিষয়টি গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) পিবিআই গাইবান্ধা ও আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।