শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:২১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি পেয়েই চলছেঃ  গাইবান্ধায় দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  হুইপ গিণি

সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি পেয়েই চলছেঃ  গাইবান্ধায় দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  হুইপ গিণি

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
 গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির অর্থায়নে  ৩রা ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত নব নির্মিত প্রশাসনিক ভবন  ও হলরুম এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
হুইপ বলেন- উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি পেয়েই চলছে। উপজেলা পরিষদের বিল্ডিংগুলো পুরাতন হওয়ায় সরকার দ্রুততার সহিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মিত করলেন।
তিনি আরো বলেন-সরকারি দপ্তরের যে অফিসারগুলো জনগনকে সেবা দিবেন। তাদের কর্মস্থল যদি তাদের পছন্দ না হয় তাহলে মন খারাপ হবে তাদের। আর মন খারাপ থাকলে জনগনকে ঠিকমতো সেবা দিতেও পাবেনা।
১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ভবন দুটি নির্মিত হয়। ১৮ মাসের নির্ধারিত সময়ের ৩ মাস আগে ভবন দুটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করেন সাইদুর রহমান বাবু নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ও নূহা ট্রেডার্স এর প্রোপাইটার  আলহাজ্ব খান মো: সাঈদ  হোসেন জসিম।
এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবন সহ তার শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ রাজস্ব তহবিল এর অর্থায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মিত করবেন ঠিকাদার প্রতিষ্ঠান রুসা ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর মোস্তাক আহমেদ রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সদর উপজেলা  নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল  মোস্তাফিজ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর এ হাবিব টিটন, তাসলিমা সুলতানা স্মৃতি, উপজেলা  শিক্ষা অফিসার জাকিরুল হাসান, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান  হাবিব রাজিব, ঠিকাদার সাইদুর রহমান বাবু, মোস্তাক আহমেদ রঞ্জু, আলহাজ্ব খান মো: সাঈদ  হোসেন জসিম, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি  ইঞ্জিনিয়ার নুরুল আমিন পাপুল সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD