শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা  প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
১২ ফেব্রুয়ারি শনিবার  রাত দেড়টার দিকে ঘোড়াবান্ধা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা ওরফে মোস্তাক(৪০) এর কাছ থেকে ১ কেজি ২৫০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৭০৩০টাকা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওরফে মোস্তাক উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান,তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD