রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
,ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় খোকন মিয়া (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
নিহত খোকন মিয়া রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ইজার উদ্দীন খোকন একজন চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি। মাদক ক্রয়ের টাকা সংগ্রহ করতে আশপাশের এলাকায় তিনি প্রায়ই চুরি করতেন। মাদক ও চুরি সংক্রান্ত মামলায় একাধিকবার তাকে জেল জরিমানা করা হয়েছে। মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, শুক্রবার (১১ ফেব্রুয়ারী) রাতে খোকন বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তারা জানতে পারেন রাজাবিরাট সাঁওতাল পল্লীতে মাদক সেবন কিংবা চুরি সংক্রান্ত কারণে স্থানীয় লোকজন তাকে মারপিট করে আহত করেন। পরে আহত অবস্থায় বাড়ীতে আসার পর তার মৃত্যু হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সুরতহাল রিপোর্ট শেষে আগামীকাল ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় অভিযোগ দাখিল করেননি বলেও তিনি জানান