ফয়সাল রহমান জনি গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম হিরু সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনের সভা নেয়া হয় স্থানীয় সড়ক ও জনপথ (সিএন্ডবি) বিভাগের ডাকবাংলোয়। এসময় জেলা আ’লীগ নেতৃবৃন্দ ত্রি-বার্ষিক মেয়াদে বিগত ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি গঠিত উপজেলা আওয়ামী লীগের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে নতুন কমিটি গঠনের কার্যক্রম গভীর রাত পর্যন্ত চলে।
এসময় সর্বসম্মতিক্রমে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে সভাপতি ও একই কমিটির সাংগঠনিক সম্পাদক উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
একইসাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা মাহিবুল হাসান মুকিতকে সাংগঠনিক সম্পাদক, বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরীকে পূনরায় তাঁর স্বপদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভোটবাবুকে পূনরায় স্বপদসহ ঘোষিত পৃথক ৫ পদে সর্বসম্মতিক্রমে পাঁচজনকে অনুমোদন দেয়া হয়।