সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
হাসান হাবিব তালুকদার ঢাকা।
গাইবান্ধায় ০২ ফাউন্ডেশনের আয়োজনে রমজান মাস জুড়ে চলছে ইফতার আয়োজন, গাইবান্ধার ৪ টি মাদ্রাসা সহ প্রতিদিন ২০০ অসহায় মানুষকে ইফতার এর ব্যাবস্থা করেছে- ০২ ফাউন্ডেশন। ১ম রোজা থেকে রমজানের শেষ রোজা পযন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
০২ ফাউন্ডেশন এর মূখপাত্র রাকিব হাসান রোজ বলেন, আমাদের সংগঠন সেই ২০১৮ সাল থেকেই প্রতিনিয়ত অসহায় , এতিম ,পথ শিশু, মসজিদ, মন্দির, এতিম খানায় সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এবারো রমজানে প্রতিদিন ২০০ মানুষের মাঝে ইফতার বিতরন করছে আমাদের সংগঠন।রোজাদারদের মাঝে রমজান মাসজুড়ে ৬০০০ মানুষের ইফতার করানোর প্রয়াস নিয়ে আমাদের কাজ এগিয়ে চলেছে । আমরা সফলভাবে তা সমাপ্ত করতে পারব বলে আশা করছি।
০২ ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান রিয়াদ এবং সাধারণ সম্পাদক শফিক সোমেল বলেন রমজান মাস জুড়ে গাইবান্ধায় সুবিধাবঞ্চিত শিশুসহ সকলের জন্য আমাদের এই কাজ এগিয়ে চলেছে, সবার সাহায্যে সহযোগিতায়. কৃতজ্ঞতা প্রকাশ করছি । সেই সকল ভাই বোনদের যাদের সাহায্য ছাড়া, প্রতিদিন ২০০ মানুষের ইফতার আয়োজন সম্ভব ছিল না।