রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ইউনিয়নের গর্জনাচক এলাকার একটি সেচ ঘড় থেকে আরিফুল (২৫) নামের এক ধানকাটা শ্রমিককে গলায় কাস্তে দিয়ে জবাই করে হত্যা করে তারই এক সহকর্মী।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জিলম কবিরাজের পুত্র। ঘাতক একই ইউনিয়নের ব্রাম্মন্দি গ্রামের মো. মেহের শেখের পুত্র হৃদয় (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যায় দায় স্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ধামরাই উপজেলার দ্বীমূখা গ্রামের কৃষক ইউনুস আলী বোরো ধান কাটার জন্য মানিকগঞ্জ শ্রমিক হাঁট থেকে আরিফুল, হৃদয় ও বাবুল নামে তিন শ্রমিককে চুক্তিতে নিজ বাড়ীতে রাখে। পুর্ব শত্রুতার জের ধরে হৃদয় হোসেন আরিফুলকে সেচ পাম্প ঘরে ধারালো কাস্তে দিয়ে জবাই করে, এতে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়।
জানা গেছে, বেশ কিছু দিন আগে আরিফুল হৃদয়ের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়, এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তাকে হত্যার পরিকল্পনা করে, অবশেষে শ্রমিক সেজে ইউনুস আলীর বাড়ীতে এসে আরিফুলকে কাস্তে দিয়ে জবাই করে হত্যা করে। ইউনুস আলী ও আরেক শ্রমিক বাবুল হোসেন কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।