শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ডিবিসি টেলিভিশন, দৈনিক মানবকন্ঠ, ডেইলী বাংলাদেশ ও দৈনিক লোকায়ন পত্রিকার ঠাকুগাঁও প্রতিনিধি নবীন হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে আনোয়ারা বেগম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তিনি সদর উপজেলার চিলারং ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং মহিলা ওয়ার্ড সদস্য।
গত মঙ্গলবার (১৭ই মে) বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন।
জানা যায়, ডিবিসি টাইম ডট কম নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ওই ইউপি সদস্যের নামে একটি সংবাদ প্রকাশ হয়। এরই জের ধরে তিনি মামলা দায়ের করেন। এ বিষয়ে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান বলেন, মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। কিন্তু ডিবিসি টাইমস ডট কমের সাথে তার কোন সম্পর্ক নেই। তিনি ডিবিসি টাইমস এর প্রতিনিধি নন। তিনি ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ গণমাধ্যম কর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম বলেন এখনো কোর্টের আদেশ হাতে পাইনি, পেলে তদন্ত করে আদালতে পেশ করা হবে।