মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুর রাজ্জাক রাজা জামিন লাভ করেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন।
এর আগে বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা ও মাসিক সন্বয়ন সভায় ভারাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ পৌরসভা প্যানেল মেয়রের মধ্যে চড়-থাপ্পড় ও হাতাহাতির ঘটনায় প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে সদর থানা হেফাজতে নেয়া হয় ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় লাঞ্চ বিরতির সময় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের সঙ্গে আব্দুর রাজ্জাক রাজার কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাক রাজাকে থানায় নিয়ে আসে, রাতে মামলা হলে পরদিন সকালে আদালতে পাঠানো হয়েছিল। ঘটনার সময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসরাফিল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী সরকারি ছুটিতে থাকায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ওই মাসিক সভায় অংশ নেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, বিষয়টি শুনেছি, তবে দুঃখজনক ঘটনা এটি।