শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়নাতদন্ত না করে তরিঘরি করে দাফন সম্পন্ন করেন।
গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ,স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,লাবনী তার মা পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। মাঝে মধ্যে দোকানে বসে তার মাকে সাহায্য করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে ফোন দিয়ে তার মেয়ে লাবনীকে ডেকে দিতে বলেন। পপি আক্তার ডাকাডাকির করে কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে ডুকে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো এবং খাটের উপর (দুই পা) দাড়ানো অবস্থায় দেখতে পান।
পরে ময়নাতদন্ত না করে, তরিঘরি করে দাফন সম্পন্ন করেন।
পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
নিহত বৈশাখী আক্তার লাবনী (১৬) এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ময়নাতদন্ত করতে চায়নি,তাই ময়নাতদন্ত হয়নি।