শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:১২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু! ময়নাতদন্ত না করে রাতেই তরিঘরি করে দাফন

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু! ময়নাতদন্ত না করে রাতেই তরিঘরি করে দাফন

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়নাতদন্ত না করে তরিঘরি করে দাফন সম্পন্ন করেন।
গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ,স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,লাবনী তার মা পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। মাঝে মধ্যে দোকানে বসে তার মাকে সাহায্য করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে ফোন দিয়ে তার মেয়ে লাবনীকে ডেকে দিতে বলেন। পপি আক্তার ডাকাডাকির করে কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে ডুকে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো এবং খাটের উপর (দুই পা) দাড়ানো অবস্থায় দেখতে পান।
পরে ময়নাতদন্ত না করে, তরিঘরি করে দাফন সম্পন্ন করেন।
পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।

নিহত বৈশাখী আক্তার লাবনী (১৬) এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ময়নাতদন্ত করতে চায়নি,তাই ময়নাতদন্ত হয়নি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD