শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
সুমন হোসাইন: বেনাপোল পোর্ট আবাসিক এলাকা সংলগ্ন বেনাপোল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টার ও একটি প্রজেক্টর সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন জিনিসপত্র তছনছ করেছে।
শনিবার (০১ এপ্রিল) স্কুলের দপ্তরী আলমগীর হোসেন সকালে স্কুল পরিষ্কার করতে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। তখন সে স্কুলের সভাপতি, প্রধান শিক্ষিকা সহ সহকারী শিক্ষকদের অবগত করেন।
স্কুলের শিক্ষক সহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল শেষে ভালো ভাবে তালা মেরে আমারা স্কুল থেকে চলে যায়। পরদিন শুক্রবার হওয়ায় সংঘবদ্ধ চোরেরা এই চুরি সংগঠিত করেছে। তাছাড়া স্কুলের সামনে গেটের পাশে বালু শ্রমিকরা একটি ছাবড়া ঘর বানিয়ে মাদকের আড্ডা খানা তৈরি করেছে। স্কুল চলাকালিন সময়েও সেখান থেকে মাদকের গন্ধ ভেসে আসে। সংঘবদ্ধ মাদক সেবিরা এই চুরি সংগঠিত করতে পারে বলে আমরা মনে করছি।
বেনাপোল বাজার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম জানান,দপ্তরী আলমগীরের মুঠোফোন পেয়ে তিনি স্কুলে আসেন এবং চুরি যাওয়া মালামালের লিষ্ট করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২,১২,৫০০/-টাকা।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। চুরি যাওয়া মালামাল সহ চোর ধরতে আমদের অভিযান চলমান রয়েছে।