মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
সুমন হোসাইনঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা সহ আসামি বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটক বিপ্লব বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের পূর্ব পাড়ার হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার (১৪ই এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্ট থানার এস আই আবুল হাসান সহ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর পূর্বপাড়ার আসামীর বসত বাড়ির কাঁচা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ বিপ্লবকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ১০ কেজি গাঁজা সহ আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।