রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
সুমন হোসাইনঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে প্রাইভেটকারে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের একটি টিম।
১৬ই এপ্রিল (রোববার) বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ আবুল হাসান সহ ডিউটিরত আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামী (১) ইমরান হোসেন সানি (২৮) পিতাঃ শহিদুর রহমান, গ্রামঃ পুরন্দরপুর (ঝিকরগাছা) থানা: ঝিকরগাছা (২) শাহরিয়ার হাসান-(৩১),পিতাঃ আব্দুস সাত্তার, গ্রামঃ পাল বাড়ী,থানাঃ কোতোয়ালী ও যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ড রেলগেটের বাসিন্দা মোঃ বাবলু মিয়ার ছেলে রাকিব হোসেন (২৩) সহ তাদের সাথে থাকা মাদক বহনকারী একটি প্রাইভেট কারে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০০ (তিন শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে প্রাইভেটকারে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।