সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সুমন হোসাইন:
সীমানা জটিলতার মামলার অজুহাতে বেনাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকায় কাঙ্খিত উন্নয়ন, নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বেনাপোল ইউনিয়নবাসি। গত ২৮শে নভেম্বর-২১ শার্শার উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতা সহ মামলা থাকায় এখানো নির্বাচন হইনি। গত ৫ই জুলাই ২০১১ সালে নির্বাচনের পর দীর্ঘ ১২বছর পরও নির্বাচন নেই এই গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদে। ফলে মানসম্মত সেবা পাচ্ছেনা সাধারণ মানুষ। সারাদেশ যখন উন্নায়নে ভাসছে জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ থেকে বহুতল ভবন পাচ্ছে সেখানে নিভু নিভু ভাবে দাঁড়িয়ে আছে বেনাপোল ইউনিয়ন পরিষদ।
শার্শা উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টা গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠন হয়। গত ১৩ই জানুয়ারী ২০১১ সালে বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত এবং একই বছরে ৫ই জুলাই বেনাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। বেনাপোল পৌরসভার মেয়র হন আশরাফুল আলম লিটন এবং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন আলহাজ্ব বজলুর রহমান। এর পর ২০১৩ সালে বেনাপোল পৌরসভার সীমানা বাড়ানোর করার কাজ শুরু করলে বেনাপোলের নারায়ণপুর গ্রামের মেয়র সমার্থীত আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তার এলাকার কিছু অংশ পৌরসভার সীমানায় অন্তর্ভুক্তি না করার জন্য উচ্চ আদালতে একটি রিট করেন। একই ভাবে ছক অংকন করে মিয়াদ আলী মেম্বার, আজিবর রহমান সহ আরো ১০ জন উচ্চ আদালতে আরও আটটি রিট মামলা করেন। যার প্রতিটি মামলার বিষয়বস্তু ছিলএকই রকম । ফলে বেনাপোল ইউনিয়ন ও পৌরসভায় ২০১১ সালের পর আর নির্বাচন হয়নি।
বেনাপোল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান তুহিন জানান, দীর্ঘ ১২বছর ধরে মামলা জটিলতায় ইউনিয়ন পরিষদে নির্বাচন না থাকায় ইউনিয়নের সাধারন ভোটাররা নির্বাচন দাবি করে আসছে। তাছাড়া নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার জনগনের কাঙ্খিত সেবা পেতে নির্বাচনের বিকল্প নেই। এছাড়া বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রার্থী হওয়ার আশা পোষণ করেন এমন নেতাকর্মীরা ভোট না হওয়ায় হতাশ। দীর্ঘ ১২ বছর নির্বাচন না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কাঙ্খিত উন্নয়ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন ভোটারদের দাবি দ্রুত মামলা নিষ্পত্তি করে নির্বাচনের ব্যবস্থা করা হোক।