বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোলে নার্সারী পড়ুয়া ছাত্রীকে পেটানোর দ্বায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ।

বেনাপোলে নার্সারী পড়ুয়া ছাত্রীকে পেটানোর দ্বায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ।

সুমন হোসাইনঃ
যশোরের বেনাপোলে পাঁচ বছর বয়সী নার্সারী পড়ুয়া এক ছাত্রীকে মারধরের কারনে ভূঁইফোড় আলফালাহ্ ইসলামী স্কলারস স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম (৪০) এর নামে থানায় অভিযোগ হয়েছে। লিখিত অভিযোগটি করেছেন ভূক্তভোগী স্কুল ছাত্রীর পিতা মোস্তাফিজুর রহমান। এছাড়াও তিনি শার্শা উপজেলা কর্মকর্তার নিকট অভিযোগ দ্বায়ের করেছেন।

বুধবার (০৯ই আগস্ট) ভূক্তভোগীর পিতা মোস্তাফিজুর রহমান জানান, গত ০৮ই আগষ্ট সকালে আমার নার্সারী পড়ুয়া কন্য সামিরা আক্তার স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পর তার শরীরে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন দেখতে পাই। প্রথমে আমার কন্য স্বাভাবিক থাকলেও দুপুরের পর প্রচন্ড জ্বর আসে ও ভুল বকতে থাকে। শিক্ষকের মারধরে আমার কন্য আতঙ্কগ্রস্থ হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে অসুস্থতায় ভুগছে। আমি আমার কন্যাকে অসুস্থ হলে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। বর্তমানে সে বাসায় চিকিৎসাধীন রয়েছে। শিক্ষক কর্তৃক আমার কোমলমতি শিশুর বেদম প্রহারের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে সন্তোষজনক জবাব না পাওয়ায় আমি সুষ্ঠ বিচারের জন্য থানায় অভিযোগ করেছি। একটি বেসরকারি প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকের এহেন আচরণে ক্ষুদ্ধ অভিভাবক মহল। ইতি পূর্বেও অভিযুক্ত শিক্ষক অন্য শিক্ষার্থীদেরও শারিরিক নির্যাতন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এস আই শংকর অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি, প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকে আজই থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলটির বৈধ কাগজপত্র আছে কিনা সে জন্য তাদের বৈধ কাগজপত্র সঙ্গে আনতে বলেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আগামীকাল আল-ফালাহ ইসলামীক স্কলারস স্কুলের বিষয়টি খতিয়ে দেখবো। এছাড়া তিনি জানান, বেনাপোল আলফালাহ্ ইসলামী স্কলারস স্কুলটির এই প্রথম নাম শুনলাম ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, বেনাপোলে শিক্ষার্থীর প্রহারের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD