রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
সুমন হোসাইন:
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স মালামাল সহ ০১ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটক আসামী মোঃ আদর আলী বিশ্বাস (৪২), পিতা-মৃত বারিক বিশ্বাস,স্থায়ী: গ্রাম- লক্ষীপাশা, থানা- লোহাগড়া, জেলা -নড়াইল, বর্তমান: গ্রাম- ভবেরবেড় (পশ্চিমপাড়া) খলিলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (১০ই আগষ্ট) বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের “অভি ভ্যারাইটিজ স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় তৈরী ক্লপজি ক্রিম ৩২০ পিচ, স্কিন শাহিন ক্রিম ৭৯০ পিচ, গোমলা ক্রিম ৪০ পিচ, ক্লোবেটা জিএম ক্রিম ৯০ পিচ জব্দকৃত কসমেটিক্স পন্যর সর্বমোট মূল্য অনুমান-২,৮১,৪০০/-টাকা। এছাড়া বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ বায়েজিদ হোসেন (৩৫), পিতা-মৃত নুর উদ্দিন, সাং-শাখারীপোতা (প্রাইমারী স্কুলের উত্তর পাশে), ২। মোঃ বরকত গাজী (৫০), পিতা-মৃত আফছার আলী, সাং-গাতিপাড়া (মধ্যপাড়া), ৩। মোঃ মহিউদ্দীন ইসলাম রমজান, পিতা-মৃত ছয়দুল ইসলাম, সাং-বাহাদুরপুর পশ্চিমপাড়া, ৪। উজ্জল হোসেন (৩৬), পিতা-সুলতান হোসেন, সাং-শাখারীপোতা পশ্চিম পাড়া, ৫। মোঃ আমির হোসেন (১৭), পিতা-গিয়াস উদ্দিন শিকদার, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), ৬।মোঃ হৃদয় হোসেন (১৯), পিতা-মোহাম্মদ আলী, সাং-পাটবাড়ী, মাঠপাড়া, ৭। মোঃ আলমগীর (২৮), পিতা-আবু বক্কর সিদ্দিক বাক্কা, সাং-বেনাপোল পাটবাড়ী, ৮। মোঃ আল আমিন (১৪), পিতা-মোঃ আবু বক্কর, সাং-ভবেরবেড়, ৯। দীন ইসলাম (৬৫), পিতা-মৃত মতলেব, মাতা-মোছাঃ মোমেনা খাতুন, গ্রাম- দক্ষিন কাগজপুকুর হতে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, কসমেটিক্স ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।