শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
সুমন হোসাইনঃ
যশোর জেলা বিএনপির পদযাত্রা সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি শার্শা গণমানুষের নেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। সময় খুব সীমিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, স্ব ইচ্ছায় পদত্যাগ করবেন, নাকি জনগণের ওপর ছেড়ে দিবেন। বর্তমান সরকার পতনের এ আন্দোলন করছে কেবল বিএনপির একার নয়, এর সাথে গোটা দেশের জনগণের ভবিষৎ নির্ভর করছে।
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আমরা গত ১৫ বছর ধরে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করছি। আর এই আন্দোলন করতে গিয়ে দলের ৬ শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। ৫ হাজারের অধিক নেতাকর্মী সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী দ্বারা ও রাষ্ঠীয় পৃষ্ঠপোষকতায় খুনের শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও আমরা রাজপথে অবিচল রয়েছি।
যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, প্রকৌশলী টি এস আইয়ূব, সাবিরা নাজমুল মুন্নি,সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্ত্তজা এলাহী টিপু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ, শার্শা থানা যুবদলের আইকন সদস্য সচিব মোঃ এমদাদুল হক ইমদাদ,যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু। বেনাপোল পৌর যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা। শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুয়ামিনুল সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন হোসেন তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান বাবু সহ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। এরপর দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে মনিহারস্থ খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পদযাত্রায় গোটা জেলার নেতাকর্মীদের ঢল নেমেছিল।