মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত 

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত 

সাব্বির

আহম্মেদ, সাভার থেকে :

 

আশুলিয়ায় পাঁচটি শ্রমিক সংগঠনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 

শুক্রবার(২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ-সময় গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন আপনারা জানেন যে, বর্তমানে ফেস শ্রমিকদের নিম্নতম মজুরী ৮০০০/- টাকা বা গত ২৫ নভেম্বর ২০১৮ সালে ঘোষনা করা হয়। আগামী ২৫ নভেম্বর ৫ বছর পূর্ন হবে।

 

এই ৫ বছরে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় চাল ডাল আলু রসুন মাছ-মাংস তরিতরকারী শিক্ষা চিকিৎসা বাড়ীভাড়া খরচ বৃদ্ধি পেয়ে দ্বিগুন বা তার বেশি হয়েছে।

 

বর্তমান ডলারের মান হিসাব করলে শ্রমিকদের মজুরী কমেছে এবং মালিকদের ডলারের বর্তমান বাজার দর অনুসারে।

বর্তমানে নিম্নতম মজুরীতে শ্রমিকদের জন্য ৭ টি গ্রেড এবং কর্মচারীদের জন্য ৪ টি গ্রেড রয়েছে।

 

সিনিয়র গ্রেডে (এনং গ্রেড) কাজ করলেও শ্রমিকদের সাধারন বা জুনিয়ার গ্রেড দেয়া হয়। শ্রমিকদের জন্য ৭ টি গ্রেড দরকার না হলেও শ্রমিকদের ঠকানোর জন্য ৭টি গ্রেড করা হয়।

 

পূর্বের ঘোষিত নিম্নতম মজুরীর গ্রেডে শ্রমিকদের মূল মজুরী কমিয়ে ৫১% করা হয়। যার ফলে শ্রমিকদের ওভারটাইম মজুরী, ঈদ বোনাস

এবং সার্ভিস বেনিফিট কমেছে। আমরা মজুরী বোর্ডের কাছে তীব্র প্রতিবাদ করেছি।

 

শ্রমিক ভাই ও বোনেরা-আমরা আপনাদের পক্ষে মজুরী বোর্ডের কাছে নিম্নতম মজুরী বৃদ্ধির জন্য নিম্নোক্ত দাবী পেশ করেছি-

৭ টি গ্রেডের পরিবর্তে ৫ টি গ্রেড করতে হবে;

১ নং গ্রেড ও ২ নং গ্রেড ষ্টাফদের জন্য করতে হবে;

৩ নং গ্রেড (অভিজ্ঞ অপারেটর সহ) শ্রমিকদের জন্য ২৮৫০০/- টাকা করতে হবে;

৪ নং গ্রেড (জুনিয়র অপারেটর বা কম অভিজ্ঞ) শ্রমিকদের জন্য ২৬০০০/- টাকা করতে হবে

৫ নং গ্রেড হেলপারদের জন্য ২৩০০০/- টাকা করতে হবে;

মূল মজুরী ৬৫% এবং বাড়ীভাড়া ৩৫% করতে হবে;

 

মোঃ বাবুল আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খাঁন এমপি সাবেক নৌপরিবহন মন্ত্রনালয়।

 

আরো উপস্থিত ছিলেন জেড এম কামরুল আনাম, সভাপতি বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ।

 

মোঃ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়াড়কার্স, মোঃ আমিরুল হক আমিন সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সালাউদ্দিন স্বপন সভাপতি বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাবুল আখতার সাধারণ সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, সহ মোঃ ফরিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

 

মোঃ ইমন সিকদার সভাপতি ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স, সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD