মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নোয়াখালী, নাটেশ্বরে পরাজিত প্রার্থীর এজেন্টকে গুলি করে  হত্যা

নোয়াখালী, নাটেশ্বরে পরাজিত প্রার্থীর এজেন্টকে গুলি করে  হত্যা

লিটন সোনাইমুড়ী (নোয়াখালী) :
নোয়াখালীর নাটেশ্বরে পরাজিত প্রার্থীর এজেন্ট কে গুলি করে  হত্যা অভিযোগ পাওয়া গেছে,
শনিবার ১৩ জানুয়ারি রাত ৮ দিকে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ১০ টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করছে। এই বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।তবে কে বা কারা খুন করেছেন এই বেপারে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যা কাণ্ডে জড়িতদের চিহ্নিত করা সহ গ্রেফতারে আপ্রান চেষ্টা চালাচ্ছে।
নিহতের পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়,নিহত শাহেদুজ্জামান পলাশ(৩২)সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর প্রকাশ ভাংতি গ্রামের ওজি বাড়ীর মো. জামাল উদ্দিনের ছেলে,৭ জানুয়ারী’২৪ জাতীয় সংসদ নির্বাচনে শাহেদুজ্জামান পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে আতাউর রহমান ভূঁঞার কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট ছিল।
 শাহেদুজ্জামান বিদেশে থাকতেন। দেশে আসার পর এলাকায় মাছ ও মুরগির খামার করেন। স্ত্রী নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। দিনের বেলায় নিজের বাড়িতে আসতেন ও খামার দেখাশোনা করতেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহেদুজ্জামানের সঙ্গে মোবাইলে ভিডিও কলে সর্বশেষ কথা হয়েছিল তার স্ত্রীর। নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার পথে গতকাল রাত ১০টার দিকে পূর্ব মির্জানগর গ্রামের নিজ বাড়ির পাশের খালি জায়গায় রক্তাক্ত অবস্থায় শাহেদুজ্জামানের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানা পুলিশকে সংবাদ দেয়।নিহত শাহাদুজ্জামানের কপাল ও মুখে গুরুতর জখমের আঘাত দেখা গেছে।স্হানীয়দের অনেকেই গুলি করে হত্যা করা হয়েছে মর্মে জানান।
 স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক অভিযোগ করে বলেন গত ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে জাল ভোট ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদ করায় ওই দিন থেকে স্থানীয় নৌকা সমর্থকরা শাহেদুজ্জামানকে নানা হুমকি দিয়ে এসেছে। এর জেরে তাকে খুন করা হতে পারে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
 নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম বলেন,আমার নিজ ইউনিয়ন ও নির্বাচনী এলাকায় কোনো ধরনের রাজনৈতিক কোনরূপ সহিংসতার ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন,হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে  সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য  সংশ্লিষ্টদের বলেছি।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে জানা যাবে।
ঘটনার রহস্য উদঘাটন ও হত্যা কাণ্ডে জড়িতদের চিহ্নিত করা সহ গ্রেফতারে আপ্রান চেষ্টা চালাচ্ছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD