শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোলে অবৈধ ৭টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

বেনাপোলে অবৈধ ৭টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

সুমন হোসাইন: বেনাপোলে অবৈধ ও লাইসেন্স বিহীন ৭টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে বন বিভাগ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেনাপোল পৌরসভার ৬টি ও বেনাপোল ইউনিয়নের ১টি লাইসেন্স বিহীন এই সব করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনাস্থল থেকে জানা যায়, বেনাপোল পৌরসভার বাহাদুরপুর সড়কের আবাসিক এলাকায় ৪টি দিঘীরপাড়ে ১টি ও কাগজপুকুরে ১টি ও খড়িডাঙ্গা গ্রামে ১টি মোট ৭টি। দীর্ঘদিন ধরে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই ৭টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো। যার ফলে অবাধে গাছ কাটা সহ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছিল। এ ছাড়াও অনুমোদন বিহীন এসব করাত কলের কারণে আবাসিক এলাকার বাসিন্দারা মারাত্মক ভাবে বায়ুদূষনের কবলে ছিলো।

অবৈধ স-মিলের সংযোগ অভিযানে উপস্থিত ছিলেন, বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান, শার্শা সামাজিক বনায়ন নাসার্রী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান সহ বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান বলেন, বৈধ লাইসেন্স ছাড়া দীর্ঘ দিন থেকে এই সব সমিল তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করে ৭টি স-মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে অবৈধভাবে লাইসেন্স বিহীন ৭টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD