মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বেনাপোলে ইজিবাইকের ভাড়া নির্ধারণ আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোলে ইজিবাইকের ভাড়া নির্ধারণ আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন হোসাইন: বেনাপোলে হঠাৎ করে ইজিবাইকের ভাড়া বৃদ্ধির ফলে চলমান অস্থিরতা নিরসনে বেনাপোল পৌরসভা কর্তৃক “ইজিবাইকের ভাড়া নির্ধারণ শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌরসভার সেমিনার কক্ষে ১৭ই এপ্রিল (বুধবার) বিকালে অনুষ্ঠিত সভায় পৌরকর্তৃপক্ষ,সাংবাদিক, পোর্টথানা,পৌর ইজিবাইক চালক সমিতি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থলবন্দরের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ভাড়া নির্ধারণ করা হয়।

পৌর মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রেখে বলেন, পৌরসভা প্রাথমিকভাবে ৪০০ ইজিবাইকের স্মাট লাইসেন্স প্রদান করা হবে। এছাড়া বন্দর নগরী বেনাপোলে ইজিবাইক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে লাইসেন্স বাতিল করা হবে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে জরুরি মাইকিং এবং ভাড়ার তালিকা স্বাক্ষর সহ প্রকাশ করা হবে। সকলের সমন্বয়ে ইজিবাইকের যে ভাড়া নির্ধারণ করা হলো তা আগামীকাল থেকে কর্যকর করা হবে। তিনি আরও বলেন পৌরসভা জনগনের আমি সকল নাগরিককে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবার মতামতের ভিত্তিতে আমরা বেনাপোলকে সামনে এগিয়ে নিয়ে যাব।

বেনাপোল পৌর ইজিবাইক সমিতি’র সভাপতি-কলিম ভূঁইয়া রনি,সাধারণ সম্পাদক-মোঃ নাজমুল হোসেন সহ ইজিবাইক চালক/মালিকগণ তাদের ভাড়া বৃদ্ধির অনুকূলে দাবিদাবা উপস্থাপণ করেন। এবং দীর্ঘসময় আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি সহনীয় ভাড়ার তালিকার খসড়া তৈরী করা হয়।

বেনাপোল বাজার কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ শাহাজালাল খান মন্টু বলেন, পৌরসভায় সকল ইজিবাইক অনুমোদন দেয় পৌরসভা। ভাড়া নির্ধারণও করবে পৌরসভা। পৌরসভা-প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই ভাড়া নির্ধারণ করা উচিত। কিন্তু এমন কিছুই হয়নি। এই ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে দন্ধ হচ্ছে তা পৌরসভা ঠিক করে দিবে সেটাই সবাই মানবে।

কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন বলেন,পৌরসভার সাথে সমন্বয় না করেই পৌর এলাকায় ইজিবাইকের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন ইজিবাইকের যাত্রীরা।

বেনাপোল পোর্টথানার ওসি সুমন ভক্ত বলেন, সাম্প্রতি পৌর ইজিবাইক চালক সমিতির সংগঠনের প্যাডে ভাড়া বৃদ্ধির একটি চার্ট করে দেওয়ায় যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বেনাপোল পৌরসভা এ ব্যবস্থা নিয়েছে তার জন্য পৌরপিতা নাসির উদ্দীনকে সাধুবাদ জানান। সকলের সমন্বয়ে ভাড়া নির্ধারণ হওয়ার ফলে বিষয়টি সুন্দর ভাবে স্থায়ীভাবে সমাধান হয়েছে। এছাড়াও তিনি শৃঙ্খলা মেনে ইজিবাইক চালকদেরও গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD