রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নানির ওপর রাগ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার বৈশাখী (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী।
শনিবার বিকালে উপজেলার বিষারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার বৈশাখী মোরেলগঞ্জ ইউনিয়নের বিষারীঘাটা গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেল ড্রাইভার মো. শাহজাহান আকনের মেয়ে। সে সি. বাদুরতলা ওয়াজেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, সুমাইয়া আক্তার বৈশাখী নানির সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে ফিরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। কিছু সময় পরে নানি ভাই শাহিন আকনকে বৈশাখীর খোঁজে পাঠায়। বৈশাখীর ভাই শাহিন বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে বৈশাখীকে ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। রোববার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো। থানায় একটি অপমৃত্যু হয়েছে।