বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
নুর হোসেন লিটন: (নোয়াখালী প্রতিনিধি)
নোয়াখালীতে ১৩ কেজি গাজা সহ এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ঘটনায় জড়িত আসামি নুর মোহাম্মদ (৫৫) মাইজদি শহরের মাইজচড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। মঙ্গলবার(৬ জুন) সকাল সাড়ে সাতটার সময় বেগমগঞ্জের কেন্দুরবাগ বাজার সংলগ্ন মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে রাত্রীকালিন সড়ক নিরাপত্তা ও যানবাহন চেকিং করছিলেন। সকালে ৭টার দিকে তিনি সংবাদ পান বেগমগঞ্জ চৌরাস্তা থেকে একটি অটোরিক্সার চালক প্লাস্টিকের বস্তাভর্তি গাজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টীম মহাসড়কে অবস্থান নেয়।
সকাল অনুমানিক ৭:৩০ মিনিটের দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চন্দ্রগঞ্জের দিকে আসতে দেখে থামার জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসসয় দায়িত্বরত এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। পরে দৌড়ে পালানোর কারন জানতে চাইলে তিনি অটোরিকশার ভেতরে প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য গাজা পরিবহনের বিষয়টি স্বীকার করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বস্তা খুলে তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো পাঁচ কেজির দুটি প্যাকেট ও নীল পলিথিনে মোড়ানো এক কেজির তিন প্যাকেটে মোট ১৩ কেজি গাজা উদ্ধার করে ।
উদ্ধারকরা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য পরিবহনের অপরাধে মামলা করা হয়েছে।