বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর ভাইস চ্যান্সেলরস– আইসিভিসি–২০১৯’ এ অংশগ্রহণকারী বাংলাদেশ ও ভারতের ২৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘সাস্ট ডিক্লারেশন ২০১৯’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে নিশ্চিত করেছেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণা খাতে একে অন্যকে ওতপ্রোতভাবে সাহায্য–সহযোগিতা করবে।
চুক্তিতে ভারতের ১৫টি ও বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা স্বাক্ষর করেন।
‘আইসিভিসি–২০১৯ সাস্ট ডিক্লারেশন’ চুক্তিপত্রে মোট পাঁচটি লক্ষ্যের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে দুই দেশের শিক্ষাব্যবস্থায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বিষয়টি উল্লেখ রয়েছে। ১নং ধারাতে উচ্চশিক্ষা ও এ ভূখণ্ডে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং কার্যকরী ও দক্ষ জনবল প্রস্তুতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি উঠে এসেছে।
২নং ধারাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ বৃদ্ধি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার হাত বাড়ানোর কথা রয়েছে।
৩নং ধারায় শিক্ষা ও বিজ্ঞানসম্মত গবেষণায় পারস্পরিক সহযোগীতা ও নিজেদের মধ্যকার যোগাযোগ বাড়ানোর বিষয়ে বলা হয়েছে।
৪নং ধারায় বিভিন্ন গবেষণা ও শিক্ষামূলক কাজে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আরও প্রাণবন্ত করতে শারীরিকভাবে অংশগ্রহণ বৃদ্ধির কথা বলা হয়েছে, যাতে করে তারা ছাত্রাবস্থায়ই দেশ ও বিদেশের আবহাওয়া বুঝতে পারে।
পঞ্চম ও সর্বশেষ ধারায়, প্রয়োজনের মুহূর্তে সক্ষমতার ওপরে অর্থনৈতিক সাহায্য করার কথা বলা হয়েছে। এ ছাড়া আরও ছয়টি উপধারায় সংশ্লিষ্টদের শিক্ষা সংশ্লিষ্ট কাজে বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন, গবেষণা ও প্রকাশনা কাজে পারস্পরিক বিনিময়, ফেলোশিপ প্রদান, গ্রন্থাগার রিসোর্স সুবিধা প্রদান ও বৈশ্বিক শিক্ষাপ্রদানে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ভিসিরা। –
অন্যদিকে আইসিভিসি ২০২০ আসামের গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন ও পার্শ্ববর্তী দেশগুলোকে এতে অংশ নেয়ার সুযোগ দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় এ ডিক্লারেশনে।
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আইসিভিসি–২০১৯ এ ভারতের উত্তর–পূর্বাঞ্চলের ১৫টি ও বাংলাদেশের উত্তর–পূর্বাঞ্চলের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ভিসি/চ্যান্সেলর অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সর কারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্মেলনে দুই দেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।