বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
আইইউবিএটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান স্কলারশিপের পরীক্ষা উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ এপ্রিল সামার ২০১৯ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘ফাউন্ডার মিয়ান’ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক এবং মাস্টার্স পর্যায়ে পড়ার সুযোগ পাচ্ছেন।
সেমিস্টার শুরু হওয়ার আগে নির্দিষ্ট তারিখের মধ্যে www.iubat.edu/FMS ঠিকানায় আবেদন করতে হয়। আবেদনকারীদের মধ্যে হতে কৃতকার্য শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং পরিচালক প্রশাসন অধ্যাপক সেলিনা নার্গিস পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
১৯৯১ সালে শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।