বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
কাঁধের ইনজুরির কারণে এখনও আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসনের। তার বদলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ডাক পেলেন কেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়ান এই পেসার চোটটা পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাত সফরে। দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারিতে ডাইভ দিতে গেলে তার চোট লাগে কাঁধে। নির্ধারিত সময়ে ঠিক হয়ে যাবেন– এমন আশাতেই বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছিলো তাকে। কিন্তু সাম্প্রতিক পরীক্ষার পর দেখা গেছে নির্ধারিত সময়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে পারছেন না তিনি।
অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি জানান, ‘দলের জন্য হতাশার খবরই এটা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর, এমনকি নেটে বোলিং করিয়েও সুফল পাওয়া যায়নি তার কাছ থেকে। যত দ্রুত আশা করা হয়েছিলো সেই উন্নতি করা সম্ভব হয়নি ঝাই রিচার্ডসনের।’
নির্বাচকদের সঙ্গে এরপর আলোচনা করেই বিকল্প ভাবতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার বদলে ডাক পাওয়া কেন রিচার্ডসনকে নেওয়া হয়েছে বিগ ব্যাশে সাম্প্রতিক ফর্মের কারণে। সেখানে শীর্ষ উইকেট শিকারি ডানহাতি এই পেসার। কেন ভারত সফরে ডাক পেলেও ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। পরে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন দুটি ম্যাচ।