শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনার আম্বাতি রায়ডুর বোলিং নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
গত ১২ জানুয়ারি সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিয়মিত অফ-স্পিনার রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আম্পায়াররা। এরপর নিয়ম অনুযায়ী পরবর্তী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
বিবৃতিতে আইসিসি জানায়, পরীক্ষা দিয়ে বৈধ বোলিং অ্যাকশন প্রমাণের পরেই আন্তর্জাতিক ম্যাচে আবার বোলিং করতে পারবেন ৩৩ বছর বয়সী এই স্পিনার।
সিডনির ওই ম্যাচে দুই ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন রায়ডু। বর্তমানে নিউ জিল্যান্ড সফররত ভারত দলে আছেন মূলত মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলা রায়ডু।