বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মৌসুমের শেষ ম্যাচ রয়েছে। ২০১৮–১৯ মৌসুমে শিরোপা দৌড়ে এখনো টিকে রয়েছে লিভারপুল ও গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে সিটির পয়েন্ট ৯৫ ও লিভারপুলের ৯৪। লিভারপুল প্রার্থনা করতে পারে। আর সেটা সিটির হার বা ড্র।
সে ক্ষেত্রে লিভারপুল জিতে গেলে শিরোপা তাদের। আজ পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে থাকা ব্রাইটন প্রতিপক্ষ সিটির। অন্যদিকে লিভারপুল খেলবে উলভারহ্যাম্পটনের সঙ্গে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
প্রিমিয়ার লিগ নামকরণের পর এখনও কোনও শিরোপা জিততে পারেনি লিভারপুল। অপরদিকে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সাফল্য বেশ তুঙ্গে। শেষ সাত মৌসুমে তিনবার শিরোপা জিতেছে দলটি। এবারও আজকের ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগে চতুর্থ শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার শিষ্যরা।
সস্প্রতি লিভারপুল ফর্মের তুঙ্গে রয়েছে। তারা বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম আজ খেলবে এভারটনের সঙ্গে। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের প্রতিপক্ষ বার্নলি।
ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল–চেলসি। তৃতীয় স্থানে থাকা চেলসি খেলবে আজ লেস্টার সিটির সঙ্গে। ম্যানসিটি ও লিভারপুল প্রিমিয়ার লিগে প্রথম বা দ্বিতীয় হবে।
চেলসি ও টটেনহ্যাম লড়বে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকার জন্য। পয়েন্ট কাছাকাছি। তবে ইউনাইটেড আর সামনে মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারছে না। প্রিমিয়ার লিগের সেরা চারটি দল চ্যাম্পিয়নস লিগে খেলে। ইউনাইটেডের চতুর্থ হওয়ার সম্ভাবনা নেই।
তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৭১ ও চতুর্থ টটেনহ্যামের অর্জন সেখানে ৭০। আবার পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭। আর ইউনাইটেডের অর্জন ৬৬ পয়েন্ট। জমজমাট এক প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হতে যাচ্ছে আজ।