শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

ফাইনালের আগেই যে পরিবারের আইপিএল ট্রফি নিশ্চিত!

ফাইনালের আগেই যে পরিবারের আইপিএল ট্রফি নিশ্চিত!

বংশীয় পদবী এক, থাকেনও এক বাড়িতে। খেলছেন পরস্পরের বিপক্ষে। দুজনের বাবা পরস্পর ভাই, আর দুজনের মা পরস্পরের বোন। সেই হিসেবে তাদের সম্পর্কও ভাইএর। তাই ফাইনালে যেই জিতবে ট্রফিটা যাবে একই বাড়িতে

এই দুই ভাইচেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার। প্রতিদ্বন্দ্বী হয়ে ভ্রাতৃদ্বয়ের লড়াইকে কীভাবে দেখছেন পরিবারের সদস্যরা? দীপকের বাবা লোকেন্দ্র সিংহ বলেছেন, ‘দুই ভাইয়ের সঙ্গেই আমার কথা হয়েছে। দুজনকেই বলে দিয়েছি, মাঠে নেমে ২০০ শতাংশ দেবে, না হলে কিন্তু যে ট্রফি জেতো, আমরা খুশি হব না। আমি কিন্তু শরীরী ভাষা দেখে বুঝে যাব, কেউ মাঠে ঢিলেমি দিয়েছে কি না।

আগ্রায় পুরো যৌথ পরিবার একই বাড়িতে থাকে। আইপিএল ফাইনাল দেখতে পুরো চাহার পরিবারই রবিবার হাজির থাকছে হায়দরাবাদের রাজীব গাঁধী ক্রিকেট স্টেডিয়ামে। রাহুলের বাবা দেশরাজ বলছিলেন, ‘আমরা দুই ভাই আর দীপকরাহুলের মায়েরা তো যাচ্ছেই। আমাদের আরও অনেক আত্মীয়স্বজনও স্টেডিয়ামে থাকবে কারণ আমরা জানি, চেন্নাই জিতুক কী মুম্বাই, আইপিএল ট্রফি আগ্রার চাহার পরিবারেই আসছে।

কিন্তু আপনারা তো নিজের নিজের ছেলের দলকেই সমথর্ন করবেন? দেশরাজের জবাব, ‘সে রকম কিছু নয় আমরা চাই ছেলেরা সেরাটা দিক।

বারের আইপিএলে পাওয়ার প্লে সেরা বোলার বলা হচ্ছে দীপককে। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট .৫৩। লেগস্পিনার রাহুল বারের আইপিএলে ১২ ম্যাচে ১২ উইকেট, ইকোনমি রেট .৮৩


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD