বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
বংশীয় পদবী এক, থাকেনও এক বাড়িতে। খেলছেন পরস্পরের বিপক্ষে। দু’জনের বাবা পরস্পর ভাই, আর দুজনের মা পরস্পরের বোন। সেই হিসেবে তাদের সম্পর্কও ভাই–এর। তাই ফাইনালে যেই জিতবে ট্রফিটা যাবে একই বাড়িতে।
এই দুই ভাই— চেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার। প্রতিদ্বন্দ্বী হয়ে ভ্রাতৃদ্বয়ের লড়াইকে কীভাবে দেখছেন পরিবারের সদস্যরা? দীপকের বাবা লোকেন্দ্র সিংহ বলেছেন, ‘দুই ভাইয়ের সঙ্গেই আমার কথা হয়েছে। দু’জনকেই বলে দিয়েছি, মাঠে নেমে ২০০ শতাংশ দেবে, না হলে কিন্তু যে–ই ট্রফি জেতো, আমরা খুশি হব না। আমি কিন্তু শরীরী ভাষা দেখে বুঝে যাব, কেউ মাঠে ঢিলেমি দিয়েছে কি না।’
আগ্রায় পুরো যৌথ পরিবার একই বাড়িতে থাকে। আইপিএল ফাইনাল দেখতে পুরো চাহার পরিবারই রবিবার হাজির থাকছে হায়দরাবাদের রাজীব গাঁধী ক্রিকেট স্টেডিয়ামে। রাহুলের বাবা দেশরাজ বলছিলেন, ‘আমরা দুই ভাই আর দীপক–রাহুলের মায়েরা তো যাচ্ছেই। আমাদের আরও অনেক আত্মীয়স্বজনও স্টেডিয়ামে থাকবে। কারণ আমরা জানি, চেন্নাই জিতুক কী মুম্বাই, আইপিএল ট্রফি আগ্রার চাহার পরিবারেই আসছে।’
কিন্তু আপনারা তো নিজের নিজের ছেলের দলকেই সমথর্ন করবেন? দেশরাজের জবাব, ‘সে রকম কিছু নয়। আমরা চাই ছেলেরা সেরাটা দিক।’
এ বারের আইপিএলে পাওয়ার প্লে–র সেরা বোলার বলা হচ্ছে দীপককে। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৭.৫৩। লেগস্পিনার রাহুল এ বারের আইপিএলে ১২ ম্যাচে ১২ উইকেট, ইকোনমি রেট ৬.৮৩।