বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

ফাইনালের আগেই যে পরিবারের আইপিএল ট্রফি নিশ্চিত!

ফাইনালের আগেই যে পরিবারের আইপিএল ট্রফি নিশ্চিত!

বংশীয় পদবী এক, থাকেনও এক বাড়িতে। খেলছেন পরস্পরের বিপক্ষে। দুজনের বাবা পরস্পর ভাই, আর দুজনের মা পরস্পরের বোন। সেই হিসেবে তাদের সম্পর্কও ভাইএর। তাই ফাইনালে যেই জিতবে ট্রফিটা যাবে একই বাড়িতে

এই দুই ভাইচেন্নাই সুপার কিংসের দীপক চাহার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার। প্রতিদ্বন্দ্বী হয়ে ভ্রাতৃদ্বয়ের লড়াইকে কীভাবে দেখছেন পরিবারের সদস্যরা? দীপকের বাবা লোকেন্দ্র সিংহ বলেছেন, ‘দুই ভাইয়ের সঙ্গেই আমার কথা হয়েছে। দুজনকেই বলে দিয়েছি, মাঠে নেমে ২০০ শতাংশ দেবে, না হলে কিন্তু যে ট্রফি জেতো, আমরা খুশি হব না। আমি কিন্তু শরীরী ভাষা দেখে বুঝে যাব, কেউ মাঠে ঢিলেমি দিয়েছে কি না।

আগ্রায় পুরো যৌথ পরিবার একই বাড়িতে থাকে। আইপিএল ফাইনাল দেখতে পুরো চাহার পরিবারই রবিবার হাজির থাকছে হায়দরাবাদের রাজীব গাঁধী ক্রিকেট স্টেডিয়ামে। রাহুলের বাবা দেশরাজ বলছিলেন, ‘আমরা দুই ভাই আর দীপকরাহুলের মায়েরা তো যাচ্ছেই। আমাদের আরও অনেক আত্মীয়স্বজনও স্টেডিয়ামে থাকবে কারণ আমরা জানি, চেন্নাই জিতুক কী মুম্বাই, আইপিএল ট্রফি আগ্রার চাহার পরিবারেই আসছে।

কিন্তু আপনারা তো নিজের নিজের ছেলের দলকেই সমথর্ন করবেন? দেশরাজের জবাব, ‘সে রকম কিছু নয় আমরা চাই ছেলেরা সেরাটা দিক।

বারের আইপিএলে পাওয়ার প্লে সেরা বোলার বলা হচ্ছে দীপককে। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট .৫৩। লেগস্পিনার রাহুল বারের আইপিএলে ১২ ম্যাচে ১২ উইকেট, ইকোনমি রেট .৮৩


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD